পাতা:লালন-গীতিকা.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ግ > 總 ס\ o כי একি আশমানী চোর ভাবের শহর লুটছে সদায় । , ও তার আসা-যাওয়া কেমন রাহা কে দেখেছে বল আমায় ॥ শহর বেড়ে অযুত দোরে মাঝখানে ভাবের মন্দিরে , সেই নিগম জায়গায়, ও তার পবন দ্বারে চৌকি ফেরে রে, এমন ঘরে চোর আসে যায় ॥ এক শহরে চবিবশ জেলা, দাগছে রে কামান তুবেলা ( বলিয়ে জয় জয় ) ধন্ত চোরে এ ঘাট মারে রে— রাখে না সে কাহারো ভয় ॥ মন-বুদ্ধির অগোচর চোরা, বললে কি প্রত্যবি তোরা আজ আমার কথায় ; সাই লালন বলে, ভাবুক হলে ধাক্কা লাগে তাহারি গায় ॥ Σ ο 8 কে কথা কয় রে দেখা দেয় না । নড়ে চড়ে হাতের কাছে খুজলে জনম ভোর মেলে না ৷ খুজি তারে আশমান জমি আমারে চিনিনে আমি এ ত বিষম ভোলে ভ্ৰমি আমি কোন জন, সে কোন জনা ॥ রাম রহিম বলছে সেজন সে জনা কি বায়ু হুতাশন