এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা
যদি ভব-তরঙ্গে তরো মানুষ চিনে ধরে
দিনমণি গেলে কি হবে উপায় মূল হইতে হয় ডালের স্বজন, ডাল ধরলে হয় মূল অন্বেষণ ( হে ) তেমনি রূপ হইতে স্বরূপ তারে ভাবিয়ে বেরূপ অবোধ লালন সদায় নিরূপ ধরতে যায়
>ミS)
কোন সাধনে তারে পাই । আমার জীবনের জীবন সাই ॥
সাধিলে সিদ্ধের ঘরে, শুনিলাম সেও পায় না তারে, মাধুর্যে মুক্তি পেলেও সে ব্যক্তি ঠকে যাবে
এমনি শুনিরে ভাই ॥ শাক্ত শৈব বৈরাগ্য ভাব তাতে যদি হয় চরণ লাভ তবে দয়াময় কেন সর্বদায়
বিধি ভক্তি বলে তুষিল তায় ॥
গেলনারে মনের ভ্রাস্ত পেলাম না সেই ভাবের অস্ত
বলে মূঢ় লালন ভবে এসে
মন কি করিতে না জানি কি ক’রে যাই ॥