পাতা:লালন-গীতিকা.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক brసి ృ\రిa যে সাধন-জোরে কেটে যায় কর্ম-ফাসি । যদি জানবি সে সাধনের • কথা হও গুরুর দাসী ॥ স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গটি আর so নপুংসককে শাসিত কর আছে যে লিঙ্গ ব্ৰহ্মাণ্ডের উপর কর প্রকাশি ॥ মারে মৎস্য না ছোয় পানি, — রসিকের তেমনি করণি ও সে অাকর্ষণে আনে টানি ক্ষীরোদ-শশী ॥ কারণ-সমুদ রের পারে গেলে পায় অধর চাদেরে ; ফকির” লালন বলে, নইলে ঘুরে মরবি চৌরাশী ॥ \రి) আজব এক রসিক নাগর ভাসছে রসে । হস্তপদ নাইকো রে তার বেগে ধায় সে ॥ সেই রসের সরোবর তিলে তিলে হয় মা তার উজান ভেটেন কল কেবা তার ঘুরায় বশে ॥ ১ ধনের ২ কারণ-সমুদ্দর ৩ অধীন