পাতা:লালন-গীতিকা.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১০৫

১৫৪

মেরে সাঁইর আজব লীলেখেলা তা কেউ বুঝতে পারে।
কালায় শোনে অন্ধ দেখে এই ভাব-নগরে॥
ন্যাংড়া সে নেচে বেড়ায়
অন্ধ জনায় সব দেখেরে।
মরা করে তাজা আহার ধ'রে ধ'রে॥
জল নাই দেখি সদ্য,
ভাসে পদ্ম সেই পুকুরে।
এ বড় রহস্য-কথা বোলবো কারে॥
খাঁচায় কৌতর[১] নাই তার
উড়ছে পাখি নিরন্তরে।
সিরাজ সাঁই কয়, দেখরে লালন দেখ নজরে॥

১৫৫

হায় কি আজব কল বটে।
কি ইসারায় টিপে দেয় অমনি ছবি যায় উঠে॥
অগ্নি জল হতে সে কল
সদা নাচে ভিতরিতে।
ধড়্‌ফড়্‌ ক'রে চলছে ছবি, কোন টিপে দাঁড়ায় হেঁটে।
হু হু শব্দে ধূম উঠছে কল ফেটে।
একজনা সে ভিতর ঝোঁকে, তার জাগা ঐ বারপিটে॥
দমের ঘরে রয়েছে সকল কলের মূল গুটে।
লালন বলে, সব অকারণ কখন সে কল যায় কেটে॥

  1. কবুতর