এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
১০৯
হোলে আপন জন্মের বিচার
সব জানা যায়॥
আপনার জন্ম-লতা
খুঁজগে তার মূলটি কোথা
লালন কয়, হবে সেথা
সাঁইর পরিচয়॥
১৬১
করি কেমন[১] শুদ্ধ সহজ প্রেম সাধন।
প্রেম সাধিতে ফাঁপরে ওঠে কামনদীর তুফান॥
প্রেমরত্নধন পাবার[২] আশে
ত্রিবেণীর[৩] ঘাট বাঁধিলাম কসে
কামনদীর এক ধাক্কা এসে
যায় বাঁধন ছাঁদন॥
বলবো কি সেই প্রেমের কথা
কাম হ'লো সেই প্রেমের লতা[৪]
কাম ছাড়া প্রেম যথাতথা
নাইরে আগমন॥
পরমগুরু প্রেমপীরিতি
কামগুরু হয় নিজ পতি
কাম ছাড়া প্রেম পায় কি গতি
তাই ভাবে লালন॥
১৬২
সামান্যে কি সে প্রেম হবে।
গুরু পরশিলে আপনি প্রেম উদয় দিবে॥