বিষয়বস্তুতে চলুন

পাতা:লালন-গীতিকা.djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: Abro লালন-গীতিকা তার মন মেতেছে মদন-রসে, সদাই থাকে সেই আবেশে, লালন বলে, মিছে মিছে লবলবানি প্রেম উতলা ॥ Ֆ Գ(t বিদেশীর প্রেম কেউ কোরো না । আগে ভাব জেনে প্রেম করে। যাতে ঘুচবে মনের যাতন ॥ ভাব দিলে বিদেশীর ভাবে, ভাবে ভাব কভু না মিশিবে, শেষে পথের মাথায় গোল বাধাবে * কারো সাথে কেউ যাবে না ৷ এক দেশের মানুষ যদি হয় তার* সনে করিগে। প্রণয় , ও সে বিদেশী আর জঙ্গল টিয়ে কখন পোষ মানে না ৷ নলিনী আর সূর্য্যের প্রেম যেমন, সেই প্রেমের ভাব নেও রসিক স্বজন, অধীন লালন বলে, ঠকলে আগে কাদলে শেষে সারবে না ॥ ➢ ግጬ রাধার তুলনা পিরিত সামান্ত কেহ যদি করে। মরে বা না মরে পাপী অবশু যায় ছারেখারে ॥ ১ বাধিয়ে ২-২ মনে করলে পাই সময় সময়