পাতা:লালন-গীতিকা.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫০
লালন-গীতিকা

জগৎপতি সোব্‌হানে
বরকত কে মা বল্লেন কেনে
তার পতি কি নয় সে জনে
লালন ভাবে তাই॥

২২৪

খাকে গঠ্‌লো পিঞ্জিরে।
এ শুকপাখি আমার কিসে গঠেছে রে॥
পাখি পুষলাম চিরকাল
নীল কিম্বা লাল
একদিন না দেখলাম সে রূপ
সামনে ধরে॥
আবে খাকে পিঞ্জিরা বর্ত
আতসে হইল পোক্ত
পবন আড়া সেই ঘরে॥
আছে শুকপাখি সেথায়
প্রেমের শিকল পায়
আজব খেল খেলছে গুরু গোসাঁই মেরে॥
কিবা রে পিঞ্জিরার ধ্বজা
নিয়ে উপর নয় দরজা
কুঠরি ঘরে ঘরে॥
আছে পঞ্চ কুঠরি তার
মাঝে মূলাধার
ও সে মূলাধারের মূল
সেই শূন্য ভরে॥