এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৯২
লালন-গীতিকা
২৮৩
তরীকতে[১] দাখিল না হ’লে।
শরীয়ত হবে না সিদ্ধি পড়বি গোলমালে॥
শরার নামাজের বীজ
আরকান আহকাম চিজ
তরীকতের আরকান আহকাম
কয় বীজে বলে॥
সালেকি মজ্জুব হয়
হকীকতে পরিচয়
মারফত সিদ্ধির মোকাম
দেখনা রে খুলে॥
আত্মতত্ত্ব জানে যে
সব খবরে জবর সে
লালন ফকির ফেরে প’লো
নিগূঢ় পথ ভুলে॥
২৮৪
তরীকতে দাখিল হ’লে সকল জানা যায়।
কেন রে মন কোলের ঘোরে ঘোরে ডানে বাঁয়
আব্বলে বিসমিল্লা ব্যক্ত
মূল বটে তার তিনটি অর্থ
আগমে বলেছে সত্য
ডুবে জানতে হয়॥
নবী আদম খোদ বা খোদা
এ তিন কভু নহেক জুদা
- ↑ ওগো তরীকতে