এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२.२२
লালন-গীতিকা
থেকে থেকে গোরার হৃদয় কত ভাব হয় গো উদয় ভাব জেনে ভাব দিতে সদায়
জানবি কঠিন কেমন ধারা ॥ পুরুষ নারীর ভাব থাকিতে পারবি না সে ভাব রাখিতে আপনার আপনি হয় ভুলিতে
যে জন গৌর-রূপ নেহারা ॥ গৃহে ছিলি ভালই ছিলি গেীর ভজিয়ে মরতে এলি, লালন বলে, কি আর বলি
ছকুল যেন হ’সনে হারা ॥
ළුතුළු
বল গো সজনি আমায় কেমন গো সেই গৌরমণি জগতজনার মন নামে করে পাগলিনী ॥
একবার যদি দেখতাম তারে
রাখতাম সে রূপ হৃদয়ে পুরে রোগ শোক সব যেত দূরে
শীতল হইত মহাপ্রাণী ॥ মন মোহিনীর মন-হরা দেখলি কোথা সেই যে গোরা আমায় নিয়ে চল গে। তোরা “
দেখে শীতল হই গে। ধনি ৷ নদে-বাসীর ভাগ্যে ছিল গৌর হেরে মুক্তি পেল