এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
२७8 লালন-গীতিক সহজে দেয় রাই রতিদান শু্যামরতির কৈ হয় সে প্রমাণ লালন বলে, তার কি সন্ধান পায় গুরুবিনে ॥ いうSo চাদ বলে চাদ কঁাদে কেনে । আমার গৌরচাদ ত্ৰিজগতের চাদ চাদে চাদ ঘেরা ঐ আভরণে ॥ গৌরচাদে শু্যামর্চাদেরি আভা, কোটি চন্দ্র জিনিয়ে শোভা রূপে মুনির মন করে আকর্ষণ, ক্ষুধা শাস্ত সুধা-বরিষণে ॥ গোলোকেরি চাদ গোকুলেরি চাদ নদীয়ায় গৌরাঙ্গ সেই পূর্ণ চাদ, আর কি আছে চাদ সে আর কেমন চাদ" আমার ঐ ভাবনা মনে মনে ॥ লয়েছি এই গলে গেীর রাঙ্গা চাদের ফঁাদ আবার শুনি আছে পরম চাদ, থাক সে চাদের গুণ কেঁদে কয় লালন— আমার নাই উপায় গৌরচাদ • বিনে ॥ WS)3S তোর ছেলে যে গোপাল সে সামান্ত নয় মা । আমরা চিনেছি তারে বলি মা তোরে, তুই ভাবিস যা ১ চাদ গৌর