পাতা:লালন-গীতিকা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬
লালন-গীতিকা

(মনরে)
অন্য গোলমাল ছাড়
আপ্ততত্ত্ব ধর,
লালন বলে, তীর্থ ব্রতের কার্য নয়

২৩

না জেনে ঘরের খবর তাকাও[১] কেন[১] আশমানে।
চাঁদ রয়েছে চাঁদে ঘেরা ঘরের ঈশান কোণে॥
প্রথমে চাঁদ উদয় দক্ষিণে,
কৃষ্ণপক্ষে অধো হয় বামে,
আবার দেখি শুক্লপক্ষে
কিরূপে যায় দক্ষিণে॥
খুঁজিলে আপন ঘরখানা,
পাইবে সকল ঠিকানা,
বার মাসে চব্বিশ পক্ষ,
অধর-ধরা তার সনে॥
স্বর্গ-চন্দ্র দেহ[২]-চন্দ্র হয়
তাহাতে ভিন্ন[৩] কিছুই[৩] নয়,
[৪] চাঁদ ধরিলে সে চাঁদ মেলে
ফকির লালন কয় তাই নির্জনে

২৪

অবোধ মনরে তোমার হ’ল না দিশে।
এবার মানুষের করণ হবে কিসে॥

  1. ১.০ ১.১ তাকাই
  2. মণি
  3. ৩.০ ৩.১ বিভিন্ন কিছু