পাতা:লালন-গীতিকা.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৩৫

হওয়ায় তার লেনা-দেনা[১]
শুভ শুভ যোগমতে॥
চোর ধ'রে রাখবি যদি,
হৃদ্‌-গারদ করগে খাঁটি
লালন কয়, নাটিখুঁটি
থাকতে কি আর[২] দেয় ছুঁতে॥

৫০

কিরূপ সাধনের বলে অধর ধরা যায়।
নিগূঢ় সন্ধান জেনে শুনে সাধন করতে হয়॥
পঞ্চতত্ত্ব[৩] সাধন ক'রে
পেত যদি সে চাঁদেরে (হে)
ওরে বৈরাগীরা কেনে,
আবাল[৪] গুদড়ি টেনে
কুলের বাহির হয় সেই চরণ-বাঞ্ছায়॥
বৈষ্ণবের ভজন ভাল
তাই বলিয়ে ভক্তি ছিল (হে)
তাতে ব্রহ্মজ্ঞানী যারা
সদায় বলে তারা,
শাক্ত বৈষ্ণবের নাই স্বয়ং[৫] পরিচয়॥
শুনে ব্রহ্মজ্ঞানীর বাক্য
দরবেশে করে তর্ক (হে)
বস্তুজ্ঞান যায় নাই
নাম-ব্রহ্মে কি পাই,
লালন কয়, দরবেশে একি কথা কয়॥

  1. বারাম খানা
  2. সে
  3. শাক্ততত্ত্ব
  4. অচলা
  5. মূল