বিষয়বস্তুতে চলুন

পাতা:লালন-গীতিকা.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৪৩

কি বৈদিকে ঘিরলো হৃদয়
হল না সু-রাগের উদয়
নয়ন থাকিতে সদায়—
হ’লি কানা॥
বাপের ধন তোর খেলো সর্পে
জ্ঞান[]-চক্ষু নাই দেখবি কারে—
লালন বলে, হিসাব কালে
যাবে জানা॥

৬২

দেখ না এবার আপনারো ঘর ঠাওরিয়ে।
আঁখির কোনায় পাখির বাসা যায় আসে হাতের কাছ দিয়ে॥
ঘরে সবে তো পাখি একটা
তায় সহস্র কুঠরী কোঠা
আছে আড়া পাতিয়ে ও তার নিগুমে তার
মূল একটি ঘর অচিন হয় সেথা যেয়ে॥
ঘরের আয়না আঁটা চৌপাশে
মাঝখানে পাখি বসে আছে
আনন্দিত হয়ে।
তোরা দেখনা রে তাই[] ধরার জো নাই
সামান্য হাত বাড়ায়ে[]
পাখি[] দেখতে যদি সাধ করো,
সন্ধানী চিনে ধর
দিবে দেখায়ে।

  1. রাগ
  2. ভাই
  3. বাড়িয়ে
  4. কেউ