পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ, ও লালন-গীতিকা আর কি সেই সংগ পাব, মনের সাধ পুরাব, পরম আহলাদে রব ঐ রূপ হেরি । গেীর চাদ° ঐ দিন ব’লে আকুল হয় তিলে তিলে লালন কয়, সেই লীলে, স্ব-মাধুরী । ১ o৮ প্যারী, ক্ষম অপরাধ আমার । মান-তরঙ্গে কর পার । তুমি রাধে কল্পতরু ভাব প্রেম রসের গুরু তোমা সমান অন্ত কারু ন। জানি জগতে আর পূর্বরাগ অবধি যারে আশ্রয় দিলে নৈরাকারে, স্বল্প দোষে সেই দাসেরে ত্যাগিলে কি পৌরুষ তোমার । ১. লালন-গীতিকায় ‘গেরিচাদ” আছে ; আদর্শ খাতায় শুধু "গোর’ আছে । ‘ভাব-সঙ্গীতে’ ‘গৌরাঙ্গ” আছে (পৃঃ ১৪৩) । ولاه نلا