পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক o ఏళిసి সত্য ত্রেতা দ্বাপর কলিময় তার মাঝে এক দিব্য যুগ জানায়* অধীন লালন বলে, ভাবুক হলে সে ভাব জানে তারা ৷ Ꮌ8 o সেই কালা চাদ নদেয় এসেছে । সে না বাজিয়ে বঁাশী ফিরতে সদায় ব্রজাঙ্গনার কুল-নাশে । যদি মজবি ও কালার পীfরতি আগে জানগা উহার কেমন রীতি, উহার প্রেম করা নয় প্রাণে মরা অনুমানে বুঝিয়েছে । যদি রাজ্য ও-পদে কেউ দেয়, তবে ও কালার মন পাওয়া নাহি যায়, রাধা বলে কঁাদছে এখন তারে কত কঁাদিয়েছে ॥৩ ও না ব্রজে ছিল জলদ কালো (না জানি) কি সাধনে গেীর হলো অধীন লালন বলে, চিহ্ন কেবল দুই নয়ন বঁাকা আছে। ১. কলি হয়; ২. দেখায় (লা-গী, পৃঃ ২০৮ ) ৩. রাধা বলে বাজে বঁাশী এখন তারে কত কঁাদিয়েছে । ( লা-গী, পৃঃ ২১৩ ) -א