পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিকা ఫిలిd; মনে ইহাই ছিল তেগরি হবি রে নাছের ভিখারী* তবে কেন বিয়ে করলি পরের মেয়ে কেমনে আজ আমি রাখর তারে । ত্যজ্য করে পিতা-মাতা কি ধর্ম আজ জানবি কোথ৷ মায়ের কথায় চল, কৌপান খুলে ফেল, লালন কয়, যেরূপ তোর মায়ে কয় রে ১৪৭ কি ভাব নিমাই তোর অন্তরে । মা বলিয়ে চক্ষের দেখা, তাতে কি তোর ধর্ম যায় রে । কল্পতরু হও রে যদি তবু মা-বাপ গুরু নিধি, এ গুরু ছাড়িয়ে বিধি কে তোরে দিয়েছে ই রে । আগে যদি জানলে ইহা তবে কেন করলে বিয়া, এক্ষণে সে বিষ্ণু-প্রিয়া কেমনে রাখিব ঘরে । ১. পথের ভিখারী (লা-গী, পৃঃ ২২০ ) ২. "লালন কয় যেরূপ যার মায়ে কয়রে” ( লা-গী, পৃঃ ২২• )