পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাস্তু ও লালন-গীতিক। సిసిపి পঞ্চতন্ত্র বেদের বিচার, পণ্ডিতেরা করেন প্রচার, মানুষ তত্ত্ব সাধনের সার বেদ ছাড়া বৈরাগ্য মনে । গোলে হরি বললে কি হয়, নিগুঢ় তত্ত্ব নিরালা পায় নীরে-ক্ষীরে যুগলে রয়, সাইয়ের বারামখানা সেইখানে । পড়িলে কি পায় পদার্থ আত্ম-তত্ত্ব যার ভ্রান্ত লালন বলে, সাধু-মোহান্ত, সিদ্ধি হয় আপনারে চিনে । २२७ যদি উজান বঁাকে তুলসী ধায় খাটি তার পূজা বটে চরণ চাদ পায় । তুলসী দেহ যত ভাটিয়ে যায় তত কোথা সে অটল পথ, তুলসী কোথায়