পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তিন ঃ জিজ্ঞাসা “কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না । দোধারীতে ভাবছি বসে সেই ঠিকানা” । ( ২২৪ সংখ্যক গান ) প্ৰবেশক ঃ লালন মূলতঃ তাত্ত্বিক ; তত্ত্বকথাই তার গীতিকার মূল উৎস । কিন্তু তৎসত্ত্বেও তার গান যে কাব্য হ’য়েছে, "জিজ্ঞাসা’ পর্যায়ের গানগুলিতে তার পরিচয় সুস্পষ্ট হ’য়ে উঠেছে । লালন যে নিছক বাউল বা তত্ত্বরসিক নন—তিনি মুসলিম সুফী ও কবি । অর্থাৎ একাধারে তাত্ত্বিক ও জীবন-রসের রসিক, এ গানে তারও পরিচয় আছে । প্রকৃত পক্ষে এই গুলিই র্তার সাহিত্যিক অবদান । জীবন ও জগতের বিচিত্র অভিজ্ঞতা, সাধক-জীবনের ফ*াকি, ফকীরীর ফের, জাতের নামে বজ্জাতী, দুনিয়ার ভোজবাজী ইত্যাদির রসালে কাহিনী তার গানের ভাষায় মূর্ত হ’য়ে উঠেছে। তাই কবি লালনকে জানতে হ'লে এই অংশের গানগুলি পাঠ অপরিহার্য হ’য়ে পড়েছে ।