পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R(U S. লালন শাস্তু ও লালন-গতিক যথায় কাল্লা তথায় অালো এমনি সে মক্কর উল্লা । অবোধের মাক হিল্লাশ তাই সদাই খোজে । এরফানী কেতাবে রে ভাই হরফ, নুক্ত তার কিছু নাই তাই চুড়িলে খোদাকে পাই খোদে বলছে "এলেম লাদুল্পি' হয় যার সর্ব ভেদ মালুম হয় তার। লালন কয়, ছটাকে মোল্লার দন্ধুবড়ি মিছে । "আবোধের মক্কা হিল্লা’ এই অংশের বদলে ভাব-সঙ্গীতে’ আছে—‘মনের চক্ষু থাকতে খোলা মক্কা পায় কিসে।” এবং ভণিতার চরণ নিম্নরূপ— “এলেম লাদুল্লি হয় যার সর্বভেদ মালুম হয় তার, সিরাজ সাই ( কয় ) লালন তোমার বুদ্ধি অকেজে। ( পূঃ ১১৬, ৫৮ সংখ্যক গান )