পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিন শাস্তু ও লালন-গীতিক tPs" (Jი8 কি কালাম পাঠাইলেন আমার সাই দয়াময় । এক এক দেশে এক এক বাণী কোন, খুদা পাঠায় ।” এক যুগে যা পাঠায় কালাম আর যুগে তা হয় কেনঃহারাম দেশে দেশে এমনি তামাম ভিন্ন দেখা যায় । ১. গানটি একাডেমী-সংগ্রহে নেই । নিজস্ব সংগৃহীত । (আবদুল লতীফ আফী আনহুর সৌজন্তে) এখানে লালন আসল ধর্ম গ্রন্থ ( কালাম) কোন টি এ-সম্পর্কে প্রশ্ন করেছেন । র্তার বক্তব্য সংক্ষেপে এই— আল্লাহ এক ও অদ্বিতীয় । মানুষের ধর্মও তাই এক হওয়া প্রয়োজন । কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থের বর্ণনা থেকে একই খুদার বিভিন্ন বর্ণনা উদ্ধার করা যায়, এর কারণ কি ? লালন বলছেন, এর কারণ-এ সব মানুষেরই রচনা । মানুষের রচনা বলেই এত ভিন্নতা । কিন্তু আমরা লালনের গানে দেখেছি, আল্লাহু, নবী ইত্যাদি সম্পর্কে তিনি গভীর আস্থা প্রকাশ করেছেন এবং ইসলাম ধর্মের প্রতি মানব জাতিকে আহ্বান জানিয়েছেন। আসল কালাম বলতে তিনি যে কুরআনের কালাম বোঝেন, তাতে সন্দেহের অবকাশ নেই। সকল ধর্মগ্রন্থই কম-বেশী ক’রে মানুষের দ্বারা পরিবর্তিত হয়েছে, শুধু কুরআন অবিকৃত রয়েছে।