পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৩৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नाजन শাহ্ ও লালন-গীতিক ২১৭ ORరి মুরশিদ বল রে আমার মন-পাখী ।” ভবে কেউ কারোর দুঃখের নয় রে দুধী । ভুল না রে ভব-ভ্রান্ত কাজে, আখেরে এ সব কাও মিছে, মন রে আসতে এক৷ ধেতে এক1, এ ভব-পীরিতের कन्न আছে কি ৷ / হল্লা কোলাহলে সুপদ কিছু নাই, বাড়ির বাহির করেন সবাই, মন তোর কেবা আপন পর কে তখন, দেখে-শুনে খেদে ঝুরবে আঁখি । গোরের কিনারে যখন লয়ে যায়, ক্টাদিয়ে সবে তখন জীবন ছাড়তে চায়, অধীন লালন বলে, কারো গোরে কেউ তো যায় না থাকতে হয় একাকী । ( বা-বা-বা-গান । ৭৩ সংখ্যক গান, পৃঃ ৬৩ ) লালন-গীতিকার সুচীতে এই চরণটি আছে, কিন্তু খোজ নিয়ে দেখ গেল, গানটি বইখানিতে আদৌ নেই । পরে দেখা গেল, গানটি বাংলার বাউল ও বাউল গানে আছে। তা থেকেই এখানে উদ্ধৃত করা গেল। আরও দু’টি গানের ব্যাপারে এরূপ ঘটেছে। লালন-গীতিকার সুচীতে দীনের ভাব যেহি ধারা’ ও ‘কি অপূর্ব প্রেম প্রকাশিলে’ শীর্ষক আরও দু'টি গানের উল্লেখ আছে ; কিন্তু দুঃখের বিষয়, সে গান দু'টি বইতে নেই ।