পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ ও লালন-গীতিকা ఏ6 ইবলিছের সিজদার ঠাই ছেড়ে চাই সিজদা করা । হুজুরি নামাজের আইন এমনি ধারা। সিজদা করেছে সে ত স্বগ-মর্ত্য-পাতাল জোড়া, কোন জায়গা সে বাদ রেখেছে, দেখ না তোরা ॥ জায়গার মাহিত্ত্য বুঝে সিজ দা দিতে পারে যারা; আগমে কয়, তাহাদের হয় নামাজ সারা । কি সে হয় আসল নামাজ, কর সে কাজ ভাই সকলরা, লালন বলে, আখের যা’তে না যায় মারা ।। SU ভবে নমাজী হও যে জনা । নুক্ত চিনে কর ঠিকানা । কর নুক্তার আলাপন দিয়া প্রেমের দুই নয়ন । ঘড়ি ঘড়ি হচ্ছে নামাজ ১. 'মাহাত্ম্য’ গ্রাম্য উচ্চারণে ‘মাহিত্ত্য’ হ’য়ে থাকে। ཅི།, ཡ── S༤༽