পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালনগীতিক। হাদিসে লিখেছে প্রমাণ, আপনার আপনি সে জান, কিরূপে সে কোথায় থেকে কহিছে জবান । না করলে মন সে সব দিশে, তরীকের মঞ্জিলে ব'সে, তিলে তিলে আছে মিশে ভাবৃক জনে জানতে পাবে। একের জুতে তিনটি লক্ষণ, তিনের ঘরে আছে রে ধন, তিনের মর্ম সাধিলে হয়, সেরূপ দর্শন । সাই সিরাজের হকের চরণ ভেবে কহে ফকীর লালল, কথায় কি তার হয় আচরণ খাটী হও মন দীনের ভাবে ॥ ☾ বারি যোগে বারি তাল৷ খেলছে খেলা মন-কমলে । মনের খবর মন জানে না এ বড় আজব কারখানা ; মত্ত মদে জ্ঞান থাকে না হাত বাড়ায় চাদ ধরবো বলে ।