বিষয়বস্তুতে চলুন

পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপসংহার ১১৩ রাত পোয়াল, রাজকন্যা যাত্রা করলে । মহিষী মাধবীকে ডেকে বললে, “আমার মেয়ে প্রবাসে গিয়ে যাতে প্রসন্ন থাকে সে ভার তোমার উপরে ।” মাধবীর চোখে জল পড়ল না, কিন্তু অনাবৃষ্টির আকাশ থেকে যেন রৌদ্র ঠিক্রে পড়ল । রাজকন্যার ময়ুরপংখী আগে যায়, আর তার পিছে পিছে যায় মাধবীর পান্ধী । সে পান্ধী কিংখাবে ঢাকা, তার দুই পাশে পাহারা । পথের ধারে ধুলোর উপরে ঝড়ে-ভাঙা অশ্বখ ডালের মত পড়ে রইলেন আচাৰ্য্য, আর স্থির হয়ে দাড়িয়ে রইল কুমারসেন। পার্থীরা গান গাইছিল পলাশের ডালে ; আমের বোলের গন্ধে বাতাস বিহবল হয়ে উঠেছিল। পাছে রাজকন্ত্যার মন প্রবাসে কোনোদিন ফাগুন সন্ধ্যায় হঠাৎ নিমেষের জন্ত উতলা হয় এই চিন্তায় রাজপুরীর লোকে নিঃশ্বাস ফেললে ।