পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিদ্ধি > স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে না এই তার পণ। তাই কঠিন সন্ধানে অমর হবার মন্ত্র সে শিখে নিয়েচে । এখন একলা বনের মধ্যে সেই মন্ত্র সে সাধনা করে । বনের ধারে ছিল এক কাঠকুড়নী মেয়ে। সে মাঝে মাঝে অাচলে করে তার জন্তে ফল নিয়ে আসে, অণর পাতার পাত্রে আনে ঝরনার জল । ক্রমে তপস্যা এত কঠোর হল যে, ফল সে আর ছোয়ন, পাখীতে এসে ঠুকরে খেয়ে যায়। আরো কিছুদিন গেল। তখন ঝরনার জল পাতার পাত্রেই শুকিয়ে যায়, মুখে ওঠেন।