বিষয়বস্তুতে চলুন

পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ লিপিকা তপস্বী আবার আসনে বসল, অনেকক্ষণ ভাবল, আর কিছু বলল না । o তার অনুরোধ যেমনি রাখা হল অমনি মেয়েটির বুকের একধার থেকে আর-একধারে বারে বারে যেন বজ্ৰসূচি বিধ তে লাগল। সে ভাবলে, “আমি অতি সামান্ত, তবু আমার কথায় কেন বাধা ঘটবে ?” সেই রাতে পাতার বিছানায় একলা জেগে বসে’ তার নিজেকে নিজের ভয় করতে লাগল। তার পর দিন সকালে সে ফল এনে দাড়াল, তাপস হাত পেতে নিলে। পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে । সুখে তার মন ভরে উঠল। কিন্তু তার পরেই নদীর ধারে শিরীষ গাছের ছায়ায় তার চোখের জল আর থামতে চায় না। কি ভাবলে কি জানি । পরদিন সকালে কাঠকুড়নি তাপসকে প্রণাম করে বললে, “প্রভু, আশীৰ্ব্বাদ চাই।” তপস্বী জিজ্ঞাসা করলে, “কেন ?”