বিষয়বস্তুতে চলুন

পাতা:লিপিকা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লিপিকা مطيا الا মজুরে, ইট কাঠ চুন সুরকিতে কোথাও পা ফেলবার জো কি ! সমস্তই স্পষ্ট, এর মধ্যে আন্দাজ নেই, ইসারা নেই। তবে এ-সমস্ত পেরিয়েও আবার প্রশ্ন কেন ?” 鹹 শুনে তখন ভাবি, “মনটাই সেয়ানা, আমিই অবুঝ।” আবার ঝুড়িতে করে ই ট বয়ে আনি, চুনের সঙ্গে সুরকি মেশাতে থাকি। এমনি করেই দিন যায়। আমার ভূমি দিগন্ত পেরিয়ে গেল, ইমারতে পাচতলা সারা হয়ে ছ’তলার ছাদ পিটোনো চলচে । এমন সময়ে একদিন বাদলের মেঘ কেটে গেল ; কালো মেঘ হ’ল সাদা ; কৈলাসের শিখর থেকে ভৈরোর তান নিয়ে ছুটির হাওয়া বইল, মানসসরোবরে পদ্মগন্ধে দিনরাত্রির দণ্ডপ্রহরগুলোকে মৌমাছির মত উতলা করে দিলে। উপরের দিকে তাকিয়ে দেখি, সমস্ত আকাশ হেসে উঠেচে, আমার ছয়তলা ঐ বাড়িটার উদ্ধত ভারাগুলোর দিকে চেয়ে । আমি ত ব্যাকুল হয়ে পড়লেম ; যাকে দেখি, তাকেই জিজ্ঞাসা করি, “ওগো, কোন হাওয়াখানা থেকে আজ নহবৎ বাজুচে বল ত ?”