বিষয়বস্তুতে চলুন

পাতা:লেখন-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ধরণীর যজ্ঞ অগ্নি বৃক্ষরূপে শিখা তার তুলে;
স্ফুলিঙ্গ ছড়ায় ফুলে ফুলে॥

The earth’s sacrificial fire flames up in her trees
scattering sparks in flowers.

ফুরাইলে দিবসের পালা
আকাশ সূর্য্যেরে জপে লয়ে তারকার জপমালা॥

The sky tells its beads all night
on the countless stars
in memory of the sun.

দিনে দিনে মোর কর্ম্ম আপন দিনের মজুরী পায়।
প্রেম সে আমার চির দিবসের চরম মূল্য চায়॥

My work is rewarded in daily wages,
I wait for my own final value in love.

কর্ম্ম আপন দিনের মজুরী রাখিতে চাহে না বাকি।
যে প্রেমে আমার চরম মূল্য তারি তরে চেয়ে থাকি॥

আলোকের সাথে মেলে আঁধারের ভাষা,
মেলে না কুয়াশা॥

The darkness of night is in harmony with day,—
the morning of mist discordant.