পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S a লেখমালানুক্ৰমণী । ব্ৰাহ্মী এবং খরোঠী উভয় অক্ষরই অশোক-যুগের ঐ দুই প্ৰকার অক্ষরের সহিত সাদৃশ্য-বিশিষ্ট। ডাক্তার বুলার ঐ সময়ের ব্রান্ধী অক্ষরকে ‘প্রাচীন মৌৰ্য্যাক্ষর’ নাম দিয়াছেন। আকার দেড় ফুটের কম নহে। খরোষ্টী অক্ষয়গুলি ৫/*হইতে ৯র্ণ দীর্ঘ হইবে। অসমান অক্ষরে খোদিত হইলেও উভয় পংক্তিই দৈর্ঘ্যে প্ৰায় সমান ; ৭০ ফুট হইবে। ভোগেল অক্ষর দেখিয়া খৃষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে উৎকীর্ণ বলিয়া অনুমান रकgझना । ৯। ধনেসর খেরার বৌদ্ধমুক্তির খোদিত লিপি"। (ক) পুনেৰ্বাল্লেখ০—১৮৯৫ খৃষ্টাব্দে মিঃ স্মিথ ও ডাঃ হােই এই লিপি KE SBED DBDD SSiiSKSKSS DD0 DDSDK OBSDD KSLD DiDSS তাব্লিখ-উল্লেখ নাই । ইতিহাসন,-জেলা বান্দা, পৈলাসি তহশীলে, ইচ্ছাবার গ্রামের পশ্চিমে ধনেসর খেরায় অষ্টধাতু-নিৰ্ম্মিত এই মূৰ্ত্তি পাওয়া যায়। বান্দা জেলার তাৎকালীন কালেক্টর ডাঃ হোই এই মূৰ্ত্তি ক্ৰয় করিয়া লইয়া গিয়াছেন। বিবরণ,--(১) দেয় ধৰ্ম্মোয়ং উপাসিকা বেদীকায়া যদাত্র পূণ্যং তদা ভবতু মাতা পিত্রে সর্ব সত্বানম অনুত্তর জ্ঞানাবাপ্তিয়ে। এই খোদিত লিপি বােম্বাই সহরের ৪৫ মাইল দক্ষিণে কুরা নামক স্থানে প্ৰাপ্ত খোদিত লিপির ন্যায় লিখিত । স্বমন্তব্য,-ভাষা সংস্কৃত। খোদিত লিপিটি অষ্ট ধাতু-নিৰ্ম্মিত বুদ্ধমূৰ্ত্তিয় পাদপীঠে উৎকীর্ণ, বুদ্ধদেব অভয়-মুদ্রায় দণ্ডায়মান, দক্ষিণ হস্তে কাষায়ের অংশ ধৃত ও পশ্চাতে- ভামণ্ডল। খোদিত লিপির অক্ষর খৃষ্টীয় পঞ্চম শতাব্দীর । भूéिब अकब ००^x >87। vanweglyn ১০ । ধনেসর খেরার বৌদ্ধমুক্তির খোদিত লিপি । (খ) পুনেৰ্বালেখ,-১৮৯৫ খৃষ্টাব্দে শ্ৰীযুক্ত তি, এ, স্মিথ ও ডাক্তার হোই (Hoey) è forso 29 I PRIFța IFKR || 4-7-7-48 N, YR WY, YO» , মুং-ফঃ ৯ ও ১০ ।