পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

之之 লেখমালানুক্রমণী মন্তব্য-রক্তবর্ণ প্ৰস্তৱ-নিৰ্ম্মিত নানাবিধ চিত্ত্ব-শোভিত আয়াগপট্টে এই খোদিত লিপি উৎকীর্ণ হইয়াছে। প্ৰথম পংক্তিতে ডাক্তার বুলার “তে বণিকেন” পাঠ করিয়াছিলেন। কিন্তু উহার পাঠ প্ৰকৃত পক্ষে “সোবণিকেন।” হইবে। “সোবণিক” সংস্কৃত সৌবাণিকের অপভ্ৰংশ। শকাধিকার কালের অপরাপর খোদিত লিপিতে ইহার উল্লেখ পাওয়া গিয়াছে। ইহা এক্ষণে লক্ষেীর চিত্রশালায় রক্ষিত। ইহার অক্ষর খৃষ্টপূর্ব প্রথম শতাব্দীর অক্ষর । ৩১। কঙ্কালি টলার জৈন মূৰ্ত্তির খোদিত লিপি । JkBDSuiBJBzASSLLLLLDD BBS iDSieiSDD BBLSSDDSDeS KS0D iDiDSDS ইতিহাসন-মথুরার নিকট কঙ্কালি টলা নামক স্থান খননকালে ডাক্তার ফুরার এই খোদিত লিপি আবিষ্কার করেন। বিবিৱৰণ৮-১।--মা অরহতপুজা (য়ে) ২ • • • গোতীপুত্রস ইংদ্ৰপা (ল)- ". . . . . . . . . . . . অহঁৎগণের পূজার নিমিত্ত • • • • • • • • • • • • গৌপ্তীপুত্ৰ ইন্দ্ৰপালের • • • • • • • • • • • • • • • • • • • • 梦 মন্তব্য-ধূসর-বর্ণ প্রস্তরখণ্ডে নানাবিধ চিত্নের' অংশের মধ্যে এই কয়টি কথা উৎকীর্ণ আছে। ইহা কোন বৃহত্তর খোদিত লিপির অংশ এবং প্রস্তরখণ্ড ; বোধ হয়, বৃহদাকার আয়াগপট্ট বা শিলাপট্টের অংশবিশেষ। ইহা এক্ষণে লক্ষ্মেীর চিত্রশালায় রক্ষিত আছে। ইহার অক্ষর খৃষ্টপূর্ব অথবা খৃষ্টাব্দের প্রথম শতাব্দীর অক্ষর । ৩২। কঙ্কালি টিলার প্রস্তরী-লিপি। পুনেৰ্বাল্লেখ,-১৮৭৪ গ্রাউস, মথুরা, ২য় খণ্ড, ১৭৪ পৃঃ, ১৮৭৭ গ্রাউস্, ই-এ, ৬ষ্ঠ সংখ্যা, ২.১৮ পৃঃ, ৪ নং ওমুফ ; ১৮৮০ গ্রাউস্, মথুরা, ১০৯ পৃঃ ও মুফ ঃ ১৯০৪ লুডার্স, ঈ-এ, ৩৩ সংখ্যা, ১৫১ পৃঃ, ২৮ নং। ১৯১০ ভোগেলমথুরা চিত্রশালার তালিকা, পৃঃ ১৮৬, সংখ্যা কিউ.৩।