পাতা:লেখমালানুক্রমণী (প্রথম খণ্ড, প্রথম ভাগ).djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓዪኃ লেখমালানুক্ৰমণী । ইতিহাসিল,-ভূপাল-রাজ্যের অন্তর্গত ভিলসা ( প্ৰাচীন বিদিশা।) নগরের নিকটবৰ্ত্তী সোনারি গ্রামের একটি স্তুপমধ্যে স্ফটিক-নিৰ্ম্মিত শরীরনিধানে একটি ক্ষুদ্র শিলাখণ্ডে এই খোদিত লিপিটি আবিষ্কৃত হইয়াছিল। বিবরন,-খোদিত লিপিটি এইরূপ - সপুরিসস গোতিপুতস হেমন্বতস দুদুভিসারদায়াদিস “সৎপুরুষ গৌপ্তীপুত্ৰ হৈমবাত ( হিমালয়বাসী) দুন্দুভিশ্বরের, ধৰ্ম্মদায়াদের लन्दशस” মন্তব্য,-সোনারি গ্রামে দুই নম্বর স্তুপ খননকালে একটি স্ফটিকনিৰ্ম্মিত শরীর-নিধানের মধ্যে স্তম্ভার আলেকজাণ্ডর কানিংহাম একখানি ক্ষুদ্র চতুষ্কোণ প্রস্তরখণ্ড পাইয়াছিলেন ; তাহাতে এই খোদিত লিপিটি উৎকীর্ণ ছিল। স্ফটিক অত্যন্ত কঠিন বলিয়া শরীর-নিধানের উপরে উৎকীর্ণ হয় নাই । শরীর-নিধান ও খোদিত লিপির বর্তমান অবস্থান অজ্ঞাত । ১২৮। সোনারি স্তুপের খোদিতলিপি । পুকেবাল্লেখ০-১৮৫৪, কানিংহাম, ঙিলা টোপাস, ৩১৭ পৃঃ ও भू-क् २8 । ইতিহাসনচ্য-ভূপাল-রাজ্যের অন্তর্গত ভিলসা ( প্ৰাচীন বিদিশা) নগরের নিকটবৰ্ত্তী সোনারি গ্রামে আবিষ্কৃত পাষাণ-নিৰ্ম্মিত শরীর-নিধানে স্তার * আলেকজাণ্ডার কানিংহাম কর্তৃক আবিষ্কৃত হইয়াছিল। বিবরণ-খোদিত লিপিটি এইরূপ - সপুরিসস মঝিমস কোডিনিপুতস “কৌণ্ডিনীপুত্র সৎপুরুষ মধ্যমের ভস্মাবশেষ।” মন্তব্য-সোনারি গ্রামের ২নং স্তুপ খননকালে পাষাণ-নিৰ্ম্মিত কৌটার ঢাকৃনিব উপরে স্যার আলেকজাণ্ডার কানিংহাম এই খোদিতলিপি আবিষ্কার করিয়াছিলেন । সিংহল দেশের ইতিহাস মহাবংশে দেখিতে পাওয়া যায় যে, মধ্যম বা “মঝিম” কশ্যপ প্ৰমুখ অপর চার জন স্থবিরের সহিত হিমবস্ত