পাতা:লেফ্‌টেন্যাণ্ট সুরেশ বিশ্বাস.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

ব্রেজিল।
১৬৫

য়র্কের আবাল বৃদ্ধ বণিতার মুখে কেবল তাহার কথা লইয়া আন্দোলন হইতে লাগিল।

 ইউনাইটেট ষ্টেট হইতে তিনি সারকাস দলের সহিত এখনে মেক্‌সিকো, পরে দক্ষিণ আমেরিকায় বিস্তৃত সাম্রাজ্য ব্রেজিলে উপনীত হইলেন। তাহার পূর্বে আর কখন কোন বাঙ্গালী এই দূরদেশে গমন করেন নাই। ব্রেজিল সাম্রাজ্য প্রায় ভারতবর্ষের ন্যায় বৃহৎ, দক্ষিণ আমেরিকার সমস্ত মধ্যপ্রদেশ এই সাম্রাজ্য ভুক্ত। এক্ষণে প্রথমে স্পেন ও পর্টুগালবাসীগণ আসিয়া উপনিবেশ স্থাপন করেন। তাঁহারা এই দেশের আদিম নিবাসী স্ত্রীদিগের সহিত উদ্বাহসূত্রে বন্ধ হওয়ায় এক বর্ণসঙ্কর জাতির সৃষ্টি হয়,এই জাতি ক্রিরোগ নামে খ্যাত। এক্ষণে ব্রেজিলের অধিবাসীদিগের মধ্যে ইহাদের সংখ্যাই অধিক। এতদ্ব্যতীত পটুগিজ প্রভৃতি শ্বেত জাতির সহিত কাফ্রি স্ত্রীলোকদিগের বিবাহে অন্য আর এক বর্ণসঙ্কর জাতির সৃষ্টি হয়;—ইহাদিগকে মুলাটো বলে। ব্রেজিলে মুলাটোর সংখ্যাও অতিশয় অধিক। এতদ্ব্যতীত পর্টূগিজ, জারমান প্রভৃতি ইয়োরোপীয় অনেক লোক এখানে অভিনিবেশ স্থাপন করিয়াছেন।

 পর্টূগিজগণ প্রথমে এদেশে রাজ্যস্থাপন করেন, পরে যখন নেপোলিয়ন পর্টূগাল দেশ আক্রমণ করিয়া রাজপরিবারকে ব্যতিব্যস্ত করিয়া তুলিলেন, তখন রাজা স্বপরিবারে স্বদেশ পরিত্যাগ করিয়া ব্রেজিলে প্রস্থান করেন, পরে পর্টূগালের সহিত নেপোলিয়ানের সন্ধি হইলে রাজা আর দেশে ফিৱিলেন না, তিনি সম্রাট উপাধি গ্রহণ করিয়া ব্রেজিলে স্বাধীনভাবে রাজ্য করিতে লাগিলেন, তাহার জনৈক আত্মীয় আসিয়া পর্টূগালে