পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজয়। করেন এ অধৰ্ম্ম তিনি সইবেন না। সারা বাত চোখে ঘুম এল না, কেবলই মনে হয় নলিনীর কথা—মুখের বাক্যটাই বড় হবে, হৃদয় যাবে ভেসে ? ভোর হতেই ছুটলুম কলকাতায়—নরেনের কাছে— নরেন । আপনি আমার কাছে গিয়েছিলেন ? দয়াল। গিয়ে দেখি তুমি বাসায় নেই, খোজ নিয়ে গেলুম তোমার অফিসে, তারাও বললে তুমি আসনি। ফিরে এলুম বিফল হয়ে, কিন্তু আশা ছাড়লুম না। মনে মনে বললুম, যাব বিজয়ার কাছে, বলব তাকে গিয়ে সব কথা— [ পরেশ গলা বাড়াইয়া দেখা দিল ] পরেশ । ম-ঠান, একটা-দুটো বেজে গেল—তুমি না খেলে যে আমরা কেউ খেতে পাচ্ছিনে । [ শুনিয়া বিজয়া ব্যস্ত হইয়া উঠিল । ] বিজয়া । ( ব্যস্তভাবে ) দয়ালবাবু, এখানেই আপনাকে স্নানাহার করতে হবে । দয়াল । না মা, আজ তোমার আদেশ পালন করতে পারব না । তারা সব পথ চেয়ে অাছে । নরেন তোমাকেও যেতে হবে । কাল না খেয়ে চলে এসেছ, সে দুঃখ ওদের যায়নি । এস আমার সঙ্গে । নরেন উঠিয়া দাড়াইল । বিজয়া ইঙ্গিতে তাহাকে একপাশে ডাকিয়া লইয়া দয়ালের অগোচরে মুদুকণ্ঠে বলিল – ] বিজয় । আমাকে না জানিয়ে কোথাও চলে যাবেন না তো ? নরেন । না । যাবার আগে তোমাকে বলে যাব । বিজয় । ভুলে যাবেন না ? নরেন । (হাসিয়া ) ভুলে যাব ? চলুন দয়ালবাবু, আমরা যাই । দয়াল । চল । আসি মা এখন । একদিক দিয়া দয়াল ও নরেন, অন্যদিক দিয়া বিজয়া প্রস্থান করিল । ] wጋፃሕ