পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ যারা সকলের છેઃ স্থাপন করে তারা সত্যকে ভালবাসে বলেই করে না, তারা সত্যভাষণের দস্তটাকেই ভালবাসে বলে করে। আপনারা সকলে হয়ত জানেন না যে, এই ভট্চাযিামশায়ের পিতা-পিতামহ ছিলেন রায়বংশের কুলপুরোহিত! আবার বহুদিন পরে সেই বংশেরই একজনকে যে এ-বিবাহে পৌরোহিত্যে বরণ করতে পেলুম এ আমার বড় সাম্বন । সকলের আশীৰ্ব্বাদে এ বিবাহ কল্যাণময় হোক, নির্বিবঘ্নে হোক এই আপনাদের কাছে আমার প্রার্থনা । সকলে । আমরা আশীৰ্ব্বাদ করি বর-কন্যার মঙ্গল হোক । দয়াল । কন্যা সম্প্রদান করতে বসছেন তার দূর সম্পর্কের এক পিসী – জনৈক ভদ্রলোক। কে-কে ? ঈশ্বরকালী ঘোষালের বিধবা ! দয়াল। ই তিনিই। ক্লেশের সঙ্গে মনে হয় আজ বনমালীবাৰু যদি জীবিত থাকতেন ! তার একমাত্র কন্যা বিজয়াকে নরেন্দ্রনাথের হাতে সমর্পণ করবেন বলেই নরেনকে তিনি মানুষ করে তুলেছিলেন। দয়াময়ের আশীৰ্ব্বাদে সে মানুষ হয়ে উঠেছে। র্তার সেই মানুষ করা ধনের হাতেই তার কন্যাকে আমরা অর্পণ করলাম । বনমালীর অভিলাষ আজ পূর্ণ হ’লো। সকলে । আমরা আবার আশীৰ্ব্বাদ করি তারা স্বর্থী হোক । অন্তঃপুর হইতে শঙ্খধ্বনি ও আনন্দ-কলরোল শুনা গেল। ] দয়াল। ( চোখ বুজিয়া ) আমিও ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের শুভইচ্ছা সফল হয় যেন ! জনৈক বৃদ্ধ। আমরা আপনাকেও আশীৰ্ব্বাদ করি দয়ালবাবু। শুনেছিলুম রাসবিহারীর ছেলে বিলাসের সঙ্গে হবে বিজয়ার বিবাহ ; আমরা প্রজার শুনে, ভয়ে মরে যাই । সে যে কিরূপ পাষণ্ড— দয়াল । ( সলজে হাত তুলিয়া ) না না না-অমল কথা বলবেন না মজুমদারমশাই। প্রার্থনা করি তারও মঙ্গল হোক । বৃদ্ধ। মঙ্গল হবে ? ছাই হবে। গোল্লায় যাবে। আমার পুকুরটার— দয়াল। না না না না—ও-কথা বলতে নেই—বলতে নেই- কারো সম্বন্ধে না । করুণাময় যেন সকলেরই মঙ্গল করেন। বৃদ্ধ । কিন্তু ঐ যে বুড়ে দেড়ে — [ ধীরে গম্ভীরপদে রাসবিহারী প্রবেশ করিতেই সকলে চক্ষের পলকে উঠিয়া দাড়াইল— ] সকলে । আমুন, অঙ্কিন, আম্বন, আসতে আজ্ঞ হোক রাসবিহারীবাৰু। আমরা সকলেই আপনার শুভাগমনের প্রতীক্ষা করছিলুম। - স্বাস । ( কটাক্ষে চাহিয়, দয়ালের প্রতি ) আজ ব্যাপারটা কি বল তো দয়াল ? \రిy