পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (চতুর্থ সম্ভার).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপ্রকাশিত রচনাবলী প্ররোচিত করল। আমি তাদের নবপ্রকাশিত যমুনা’র জন্য একটি ছোট গল্প পাঠালাম। এই গল্পটি প্রকাশ হতে না হতেই বাঙলার পাঠকসমাজে সমাদর লাভ করল। আমিও একদিনেই নাম করে বসলাম । তারপর আমি অদ্যাবধি নিয়মিত ভাবে লিখে আসছি। বাঙলাদেশে বোধ হয় আমিই একমাত্র সৌভাগ্যবান লেখক যাকে কোনদিন বাধার দুর্ভোগ ভোগ করতে হয়নি "* বাল্য-স্মৃতি পুরাতন কথার আলোচনা-শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হইয়াছে । ইহাতে আমার সম্বন্ধে কিছু কিছু আলোচনা আছে, কিন্তু আছে বলিয়াই যে সে-আলোচনায় আমিও যোগ দিই এ আমার স্বভাব নয়। তাহার প্রধান কারণ আমি অত্যন্ত অলস লোক-সহজে লেখালিখির মধ্যে ঘোষি না ; দ্বিতীয় কারণ, আমার বিগত জীবনের ইতিবৃত্ত সম্বন্ধে আমি অত্যন্ত উদাসীন । জানি, এই লইয়া বহুবিধ জল্পনা-কল্পনা ও নানাবিধ জনশ্রুতি সাধারণ্যে প্রচারিত আছে, কিন্তু আমার নিৰ্ব্বিকার আলস্তকে তাহা বিন্দুমাত্র বিচলিত করিতেও পারে না। শুভার্থীরা মাঝে মাঝে উত্তেজিত হইয়া আসিয়া বলেন, এইসব মিথ্যের আপনি প্রতিকার করবেন না ? আমি বলি, মিথ্যে যদি থাকে ত সে প্রচার আমি করিনি, স্বতরাং প্রতিকার করার দায় আমার নয়—তাদের। র্তাদের করতে বলে গে । তার রাগিয়া জবাব দেন—লোকে যে আপনাকে অদ্ভূত ভাবে তার কি ? আমি বলি, সে দায়ও তাদের, কিন্তু এই সাতান্ন বছরেও যদি ক্ষতি না হয়ে থাকে ত আর কয়েকটা বছর ধৈর্য্য ধরে থাকো—আপনিই এর সমাপ্তি হবে। কোন চিন্তা নেই। আজ. এই লেখাটা পড়িতে পড়িতে ভাবিতেছিলাম আমাদের ছেলেবেলার সেই অতি ক্ষুদ্র অকিঞ্চিৎকর সাহিত্য-সভায়’নেপথ্যে যোগদান করার—নেপথ্য' শব্দটি কে-একজন দিতে ভুলিয়াছেন বলিয়া-কি অস্থিরতা ! একবারও ভাবিয়া দেখি নাই কতটুকু ইহার মূল্য এবং জগৎসংসারে কেই বা সে-কথা মনে রাখিবে । অবশ্য ইহার জবাবও আছে। সেনাই হোক, নিজের কথাটাই বলি। বলার একটু হেতু আছে,-কিন্তু সে আমার নিজের জন্য নয়—এ লেখার শেষ পর্যন্ত পড়িলে তাহা বুঝা যাইবে। معدیم-a-محسنبےپیہصہ *:-l.--ഷിബത്ത് ‘বাতায়ন, শরৎ-স্মৃতি সংখ্যা, 88סי צ | ᎼᎼ Ᏹ