পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. श्रेंद्म निक्षिौ অপূৰ্ব্ব কহিল, তাহলে প্রাসাদ থেকে ভগবান যেন আমাকে চিরদিন বঞ্চিত রাখেন ! বাপরে বাপ ! - ডাক্তার বলিলেন, শুনলাম কাল রাত্রে আপনার কষ্ট হয়েচে অপূৰ্ব্ববাবু, আমাকে ক্ষমা করতে হবে । অপূৰ্ব্ব কহিল, ক্ষমা করব শুধু আপনি এ ধর ছাড়লে । তার আগে নয় । প্রত্যুত্তরে ডাক্তার শুধু একটু হাসিলেন, বলিলেন, আচ্ছা তাই হবে । এতক্ষণ অপুৰ্ব্ব নজর করে নাই, হঠাৎ ভয়ানক আশ্চৰ্য্য হইয়া দেখিতে পাইল, দেওয়ালের কাছে একটা মোড়ার উপরে বসিয়৷ মূমিত্র । আপনি এখানে ? আমাকে মাফ করবেন, আমি একেবারে দেখতে পাইনি । স্বমিত্রা কহিলেন, সে অপরাধ আপনার ময় অপূৰ্ব্ববাবু, অন্ধকারের । অপূৰ্ব্বর বিস্ময়ের সীমা রহিল না তাহার গল। শুনিয়া। সে কণ্ঠস্বর যেমন করুশ তেমনি বিষণ্ণ । কি একট। খটিয়াছে বলিয়া যেন তাহার ভয় করিতে লাগিল । ভাল করিয়া ঠাওর করিয়৷ আস্তে আস্তে কহিল, ডাক্তারবাৰু, এ আপনার আজ কি রকম পোষাক ? কোথাও কি বার হচ্ছেন ? ডাক্তারের মাথায় পাগড়ী, গায়ে লম্বা কোট, পরণে চিলা পায়জামা, পায়ে রাওলপিণ্ডির নাগরা, একটা চামড়ার ব্যাগে কি কতক গুলো বাণ্ডিল বাধা । কহিলেন, আমি ত এখন চলতি অপূৰ্ব্ববাবু, এরা সব রইলেন, আপনাকে দেখতে হবে। আপনাকে এর বেশি বলার অtiম অবিশুক মনে করিনে । অপূৰ্ব্ব অবাক হইয়া কহিল, হঠাৎ চলতি কি রকম ! কোথায় চলতি ? এই ডাক্তার লোকটির কণ্ঠস্বরে ত কোন পরিবর্তন হয় না, তেমনি সহজ, শান্ত, স্বাভাবিক গলায় বলিলেন, আমাদের অভিধানে কি হঠাৎ শব্দ থাকে অপূৰ্ব্ববাৰু? চলতি সম্প্রতি ভামোর পথে আরও কিছু উত্তরে। কিছু সাচ্চ জরির মাল আছে, সিপাইদের কাছে বেশ দামে বিক্ৰী হয় । এই বলিয়া মুখ টিপিয়া হাসিলেন । স্বমিত্রা এতক্ষণ কথা কহে নাই, সহসা বলিয়া উঠিল, তাদের পেশোয়ার থেকে একেবারে ভামোয় সরিয়ে এনেচে, তুমি জানো তাদের ওপর কি রকম কড়। নজর । তোমাকেও অনেকে চেনে, কখখনে ভেবো না সকলের চোখেই তুমি খুলে দিতে পারবে। এখন কিছুদিন কি না গেলেই নয় ? শেষের দিকে তাহার গলাটা যেন অদ্ভুত শুনাইল । ডাক্তার মুছ হাসিয়া কছিলেন, তুমি ত জানো না গেলেই নয় । স্বমিত্রা আর কথা কহিলেন না, কিন্তু অপূৰ্ব্ব ব্যাপারটা একেবারে চক্ষের পলকে বুঝিতে পারিল । তাহার চোখ ও দুই কান গরম হইয়া সৰ্ব্বাঙ্গ দিয়া যেন আগুন ఫి వీ