পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अॅब्रे९-नॉहिंडं-नंर●है ব্ৰজবাবু ক্লাস্তিভরে বালিশে মাথা এলাইয়া বলিলেন, কারুরই সেবা নেবার দরকার হবে না রাজু, আমার রেৎ-মা যতক্ষণ আছে। তবে সারদা-মা এসেচেন ভালই করেচেন, আমার রেণুকে একটু উনি দেখাশুনা করতে পারবেন। ওকে যত্ন করবার কেউ নেই। সংসারের কাজ, ঠাকুর-সেবা, তার উপরে রোগীর সেবার চাপে নিরাত্রে ७कम७ ७द्र हूछि cमहे ! রাখাল বলিল, নতুন-মাকে আপনার অসুখের খবর দেবো কি কাকাবাবু ? ব্ৰজবাবু ত্রস্ত-স্বরে বলিয়া উঠিলেন, না না—তোমরা পাগল হয়েচে । অমন কাজও ক’রো না, আমার অসুখ যদি তিনি শোনেন, তার পর তাকে আর কোন-কিছুতেই কোথাও আটকে রাখা যাবে না। সেই দণ্ডেই এখানে চলে । আসবেন । রাখাল কথা কহিল না । মাথায় রক্তের চাপ অত্যধিক বৃদ্ধির ফলে ব্ৰজবাবুর বাম অঙ্গে পক্ষাঘাতের লক্ষণ মুম্পষ্ট হইয়া উঠিয়াছে। প্রাণহাণির আশঙ্কা বর্তমান । গ্রামের ডাক্তার বলিতেছেন এ-রকম সঙ্কটাপন্ন রোগী নিজের হাতে রাখিতে তিনি ভরসা করেন না। উপযুক্ত ঔষধ পথ্য ইন্‌জেক্শন প্রভৃতি গ্রামে পাওয়া যায় না। এমন কি, রক্তের চাপ পরিমাপের উৎকৃষ্ট যন্ত্রেরও এখানে অভাব। কলিকাতায় লইয়া গিয়া চিকিৎসা করাইলে উপকার হইতে পারে। কিন্তু এখন এই অবস্থায় রোগীকে নাড়াচাড়া করা সম্ভবপর নয়। হার্ট অত্যন্ত দুৰ্ব্বল, নাড়ির গতি অতি দ্রুত । সুতরাং কলিকাতা হইতে বিচক্ষণ কোনো চিকিৎসক লইয়া আসা সম্ভব হইলে সত্বর তাহার ব্যবস্থা করা উচিত। রাখাল বিপদে পড়িল । কলিকাতার বড় বড় ডাক্তার অনেকেরই নাম তাহার জানা আছে, কিন্তু সাক্ষাৎ আলাপ-পরিচয় কাহারও সাথে নাই। ৩া ছাড়া, এইরকম রোগীর জন্ত কাহাকে আনা সমীচীন হইবে সেও এক সমস্ত । উপরন্তু অর্থেরও একান্ত অভাব । তাহার যাহা-কিছু যৎসামান্ত পুজি ছিল তাহা রেণুর অসুখের সময় ব্যয় হইয়া গিয়াছে। ব্ৰজবাবুর চিকিৎসার জন্য এখন যথেষ্ট অর্থের প্রয়োজন। অথচ তাহাজের কিছুমাত্র সঙ্গতি নাই। এ অবস্থায় নতুন-মাকে সংবাদ দেওয়া ছাড়া গত্যন্তর কোথায় ? এ সংবাদ পাইলে নতুন-মা না আসিয়া থাকিতে পরিবেন না নিশ্চিত ; কিন্তু দেশের এই বাস্তুভিটায় আর তাহার পদার্পণ করা কোনদিক দিয়াই । বাঞ্ছনীয় নয় । ইহার পরিণাম রোগীর পক্ষেও অশুভকর হইতে পারে। রাখাল দুর্ভাবনার আর কুলকিনারা পাইল না। অথচ শীঘ্রই একটা কিছু ব্যবস্থা করিয়া কেলা বিশেষ প্রয়োজন । এমন সময়ে আসিল রাখালের কাছে বিমলবাবুর পত্র। boе