পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন 10-30 to 6-30, নিয়ম এই যে যদি কারু কোন তরফ থেকে reminder আসে—৬ মাসের জন্য ১ < হিসাবে (জরিমান) reduction. এই ত মুখের চাকরি । তার উপর সে দিন Local Govt. কে এই বলে move করছেন যে অফিসের কেরাণী ঘুষ দিয়ে m, certificate দিয়ে পালায়, তাতে অফিসের অত্যন্ত ক্ষতি হয়। ch was afrth: fēs; H of Civil Surgeon to on m. certificate না দেন। আমাদের এখন m, c. দেবার পথও বন্ধ হয়েছে। M. c. দিলেও বলে ওর Service book-এ নোট করে রাখ মিথ্যা m, c, । বৰ্মা বলেই এত জুলুম। চলে যাচ্ছে। দিন ৩৪ পূর্বের ঘটনা বলি। হঠাৎ আমার একটা reminder আসে। এত কাজ যে ছোটখাট কাজ আমি দেখতেই পারি না—এটি আমার Sub Auditor ভৌমিকবাবু ও Peria Swamyর দোষ, অবশ্য আমিই সমস্ত দোষ নিলাম। Explanation footo attio oversight: śRosa resignation foot বাখলাম। ঠিক জানি ১০২ টাকা গেছেই। এ অপমান সহ করে যে চাকরি কয়ে সে করে, আমি ত কিছুতেই পারব না, এই জেনেই লিখে রাখি। যা হোক কি জানি Newmarch দয়া ক’রে কোন কথাই বললেন না। দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, আমার আর resignation দেওয়া হ’ল না। কিন্তু শরীরও আমার আর বয় না। লেখা-টেখাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতদিন চাকরি করছি ভাই, এমন ভয়ানক দুর্দশায় কখন পড়িনি। সেদিন ঝোঁকের উপর লজ্জা সঙ্কোচ ত্যাগ করে মিত্তির-মশামুকেও * চিঠি লিখি যে যা হোক একটা চাকরি কলকাতায় দাও, আমি resign দিয়ে চলে যাই । তার এখনো জবাব আসবার সময় হয়নি । তবে এও বুঝতে পারছি এই সাহেব (ডালকুত্তা ) যদি না যায়, শীঘ্ৰ যাবার বড় আশাও দেখিনে—তা হলে আমাকে অন্ততঃ ছাড়তেই হবে । শালা অনা অফিসে application পর্য্যস্ত forward করে না । ঢের পাজি লোক দেখেছি, কিন্তু এমনটি ¢*ोंनt& शीघ्रं न ! দেখি মিত্ত্বিরমশাই কি লেখেন। আমার 'ভারতবর্সে’ লেখার অনেক গোলমাল। সারদাবাবুকে জানি না—তিনি যে কি করবেন তিনিই জানেন। দ্বিজুবাবুই এই কাজ পারতেন—একি সারদাবাবুর দ্বারা হবে ? ওঁর চেয়ে তোমার যোগ্যতা এতে বেশী। বিষ্ঠাপতি edit করা আর ভারতবর্ষ edit করা এক জিনিষ নয় । তা ছাড়া তার অনেক কাজ। এ selection • রেজুনে শরৎচন্দ্রকে যে মণীন্দ্রকুমার মিত্র চাকরী করিয়া দিয়াছিলেন, সম্ভবত ইনি তাহাই cकङ् इशेररुन् । לריס\