পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী সময়ই সে জরে আচ্ছরের মত পড়িয়া থাকে, একটু সজাগ হইলেই ঘরের প্রতি বস্তুটি তন্ন তন্ত্র করিয়৷ চাহিয়া দেখে । নীলাম্বর শষ্য ছাড়িয়া প্রায়ই কোথাও যায় না এবং প্রায়ই সজল চক্ষে প্রার্থনা করে, ভগবান, অনেক শাস্তি দিয়াছ, এইবার ক্ষমা কর। ষে লোক পরলোকে স্বাত্রা করিয়াছে, তাহার ইহলোকের মোহ কাটাইয়া দাও। গৃহত্যাগিনীর গৃহের উপর এই নিদারুণ আকর্ষণ দেখিয়া সে মনে মনে কণ্টকিত হইয়া উঠিতে থাকে। দুই সপ্তাহ গত হইয়াছে। কাল হইতে তাহার বিকারের লক্ষণ প্রকাশ পাইয়াছিল। আজ সারাদিন ভুল বকিয় কিছুক্ষণ পূৰ্ব্বে ঘুমাইয়াছিল, সন্ধ্যার পর চোখ মেলিয়া চাহিল । পুটি কাদিয়া কাটিয়া পায়ের কাছে পড়িয়া ঘূৰাইতেছে। ছোটবে। শিয়রের কাছে বসিয়া আছে, তাহাকে দেখিয়া বলিল, cशय्छेम्बौ ना ? ছোটবে মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ৰলিল, ই দিদি, আমি মোহিনী। পৃটি কোৰায় ? ছোটবোঁ হাত দিয়া দেখাইয়া বলিল, তোমার পায়ের কাছে ঘুম্বচ্চে। উনি কৈ ? ও-ঘরে অাছিক কচ্চেন । তবে আমিও করি, বলিয়া সে চোখ বুজিয়া মনে মনে জপ করিতে লাগিল। অনেকক্ষণ পরে ডান হাত ললাটে স্পর্শ করিয়া নমস্কার করিল তারপর ছোটবোঁয়ের মুখের পানে ক্ষণকাল নিঃশব্বে চাহিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, বোধ করি জাঙ্গই চললুম ৰোন, কিন্তু আবার যেন দেখা হয়, আবার খেন তোকেই এমন কাছে পাই। বিরাজের সময় ষে একেবারে শেষ হইয়া আসিয়াছিল, কাল হইতে তাহা সকলেই টের পাইয়াছিল, তাহার কথা শুনিয়া ছোটবোঁ নিঃশব্দে কাদিতে লাগিল । বিরাজের বেশ জ্ঞান আসিয়াছে সে কণ্ঠস্বর আরও নত করিয়া চুপি চুপি বলিল, ছোটবেী, স্বন্দরীকে একবার ডাকতে পারিস ? ছোটবে রুদ্ধস্বরে বলিল, আর তাকে কেনৃ দিদি ? সে জাসবে না। আসবে রে আসবে। একবার ডাকা—আমি তাকে মাপ করে আশীৰ্ব্বাদ করে ষাই। আর আমার কারও ওপর রাগ নেই, কারও ওপর কোন ক্ষোভ নেই। ভগৱান জামাকে যখন ক্ষমা করে জামার স্বামীকে ফিরিয়ে দিয়েচেন, আমিও তখন সকলকে ক্ষমা করে যেতে চাই। ছোটবোঁ কাদিতে কঁাদিতে বলিল, "র ক্ষমা কি দিদি । বিনা অপরাধে এত र७ श्रिब्र७ ॐांद्र थप्नांबांश पूर्व शंग नईं★यारक निरउ बरगदछन । ७कल्ले राउ নিলেন, তবুও যদি তোমাকে আমাদের কাছে ফেলে রেখে দিতেন еаз देञ्च-8१