পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৪১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপ্রকাশিত রচনাবলী কন্তু যে মনস্বী এই জীবন্ত মূৰ্ত্তিস্বয় মানসপটে গভীরভাবে অঙ্কিত করিয়া দিয়াছেন, জলজোল সেই মহান প্রতিভার ছায়ামাত্র। আপনার শরীরে সেই উজ্জল জ্যোতির প্রতিবিম্ব বহিয়া লইয়া বেড়ায়, মেঘের ইহাই গৰ্ব্ব । তাহার আনন্দ যে, সে মহতের আশ্রিত । میه তাই পূৰ্ব্বে বলিতেছিলাম, সমুদ্রের জল যাহা পারে, কুপের জল তাহ পারে না। যে-দুঃখে সদানন্দ রাধার জন্ত কঁাদিতে পারিয়াছিল, সে-দুঃখে হয়ত শবৎ-শশীর জন্ত কাদিতে পারিত না । ইহাতে সদানন্দের দোষ দিই না—শরৎ-শশীর অদৃষ্টের দোষ দিই। শরৎ-শশীর দুঃখে কাদাইতে হইলে আর কোন মনস্বীর প্রয়োজন-ক্ষুদ্র ছায়ার কৰ্ম্ম নহে। ছায়ার নিজের মহত্ব কিছুই নাই, সে যখন মহতের আশ্রিত হইতে পরিবে তখনই তাহার মহত্ব। হইতে পারে সে রাজপথের ধুলা, কিন্তু বৃন্দাবনের পবিত্র রজঃ হইবার আকাঙ্ক্ষণ যে তাহার একেবারে দুরাশা তাছাও মনে হয় না। কিন্তু কথায় কথায় দরিদ্র সদানন্দের কথা ভুলিয়াছি। সে-রাত্রে সে আর উঠে নাই। প্রভাত হইলে রোহিণীকুমার জানালায় আসিয়া দেখিল, সদানন্দ তেমনি মাথা নীচু করিয়া বসিয়া আছে। কিছুক্ষণ দাড়াইয়া থাকিয়া ভাবিল, সদানন্দ কি বসিয়া ঘুমাইতে পারে ? তাহার পরে ডাকিল, “সদা—ও সদানন্দ ” সদানন্দ জাগ্রত ছিল, উত্তর দিল, “কি ?” “জেগে আছ ?” “ठांछि ।” “সমস্ত রাত ?” “বোধ হয় ।” রোহিণীকুমার বিস্মিত হইয়া মনে মনে ভাবিল, এ কিরূপ নেশা ? তাহার পর একটু থামিয়া—একটু চিস্তা করিয়া বলিল, “সদানন্দ, মনে করিতেছি এ কু-অভ্যাসটা ছাড়িয়া দিব । তুমি শোও গে—আমি যাই । আর একদিন দেখা হবে।”*

  • শরৎচন্ত্রের মৃত্যুর পর “দীপালি সাপ্তাহিক পত্রিকায় সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় লিখিত শরৎস্মৃতি নিবন্ধে (৩র চৈত্র, ১৩৪৪ বঙ্গাৰ) শরৎচন্ত্রের লিখিত ক্ষুত্রের গোঁৱৰ নামক রচনার উল্লেখ পাওয়া DD S gB SBBB BDDD DBBB BBBBB BBBSBBD DDBBBB BBB BBB SBBSBBS Ag DDS DD BBB DBBS DD BBB BuDDB BBBBBBB BBB BBB BBBB DDDD DDDD DD BBB BBBD D BBBB BBBB BB BBBB DD DS DDBB BH মামের স্থানে লেখা ছিল "ী—চট্টোপাধ্যায়"।

8 ow) ፭oጹ÷¢›