পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দর্পচূর্ণ না, আমার গয়নাগুলো বাধা দিয়ে, এগার দিনের দিন দাদাকে বার করে নিয়ে আসি । তোমারও ত চার-পাচ হাজার টাকার গয়না আছে বোঁ, মেদিনীপুরও দূর নয়। তোমাকে খবর দিতে পারলে, এসব কিছুই হতে পারত না। দাদা বরং দশ দিন জেল ভোগ করলেন, কিন্তু তোমার কাছে হাত পাতলেন না। আর তোমার তার কাছে গিয়ে কি হবে ? অনেক স্বথই ত তাকে দিলে তুমি, এবার মুক্তি দাও—তিনিও বাচুন, তুমিও বঁাচে । - ইন্দু একমুহূৰ্ত্ত মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। তাহার পর একে একে গায়ের সমস্ত অলংকার খুলিয়া ফেলিয়া, বিমলার পায়ের কাছে ধরিয়া দিয়া বলিল, এই নিয়ে তোমার নিজের জিনিস উদ্ধার করে এনে ঠাকুরঝি—আমি তার কাছেই চললাম। তুমি বলচ স্থান হবে না, কিন্তু আমি বলচি, এইবারেই আমার তার পাশে যথার্থ স্থান হবে। যা এতদিন আমাকে আলাদা করে রেখেছিল, এখন তাই তোমার কাছে ফেলে দিয়ে, আমি নিজের স্থান নিতে চললুম। কাল একবার যেয়ো ভাই,–গিয়ে তোমার দাদা আর বোঁদিকে দেখে এসো,—চললুম। বলিয়া ইন্দু গাড়ির জন্য অপেক্ষ না করিয়াই বাহির হইয়া গেল । ওরে ভোলা, সঙ্গে যা, বলিয়া বিমলা চোখ মুছিয়া, পিছনে পিছনে দরজায় আসিয়া দাড়াইল । ३br¢