পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ BB BBBBS BB BSBB BBB BBB StS tBB BB Dgg D DD আমি ভারি কষ্ট পাবে। সাহেবের আহারের রুচি চলিয়া গিয়াছিল, তথাপি জোর করিয়া একটুকরা মাংস কাটিয়া মুখে পুরিলেন। অতঃপর খাওয়ার কার্য্য কিছুক্ষণ ধরিয়া নীরবেই চলিল । সাহেব প্রশ্ন করিলেন, জামাইয়ের প্র্যাক্টস কি রকম হচ্ছে মিসেস ঘোষাল ? মাসী জবাব দিলেন, এই ত আরম্ভ করেচেন। শুনতে পাই মন্দ না । আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিলে তিনি মুখের গ্রাসটা গিলিয়া লইয়া কহিলেন, প্রাকৃটিস যাই হোক মিস্টার রে, আমি এইটেই খুব বড় মনে করিনে। আমি বলি তার চেয়েও ঢের বড় মানুষের চরিত্র। সে নিৰ্ম্মল না হলে কোন যেয়েই কোনদিন যথার্থ মুখী হতে পারে না । তাতে আর সন্দেহ আছে কি ? মালী বলিতে লাগিলেন, আমার মুস্থিল হয়েচে আমার বাপের বাড়ির শিক্ষাসংস্কার, তাদের দৃষ্টান্ত আমার মনে গাথা। তার থেকে এক তিল কোথাও কম দেখলে আর সইতে পারিনে। আমার অশোককে দেখলে সেই নৈতিক আবহাওয়ার কথা মনে পড়ে, ছেলেবেলায় যার মধ্যে আমি মানুষ । আমার বাবা, আমার দাদা —এই অশোকও হয়েচে ঠিক তাদের মতো । তেমনি সরল, তেমনি উদার, তেমনি চরিত্রবান । - রে-সাহেব সম্পূর্ণ মানিয়া লইলেন বলিলেন, আমারও ঠিক তাই মনে হয়েছে মিসেস ঘোষাল । ছেলেটি অতি সং। ছ’ সাত দিন এখানে ছিল, তার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। এই বলিয়া তিনি কন্যাকে সাক্ষ্য মানিয়া জিজ্ঞাসা করিলেন, কি বলিস্ বুড়ী, অশোককে আমাদের কি ভালই লেগেছিল । যেদিন চলে গেল আমার ত সমস্ত দিন মন খারাপ হয়ে রইলো । বন্দন স্বীকার করিয়া কহিল, ই বাবা, চমৎকার মানুষ। যেমন বিনয়ী তেমনি ভদ্র । আমার ত কোন অনুরোধে কখনো না বলেননি। আমাকে বোম্বায়ে তিনি ন। পৌছে দিলে আমার বিপদ হ’তো । মাসী বলিলেন, আর একটা জিনিস বোধ হয় লক্ষ্য করেচো বন্দন, ওর শ্রবরি নেই। সেটি আজকালকার দিনে দুঃখের সঙ্গে বলতেই হয় যে আমাদের মধ্যে অনেকেরই দেখতে পাওয়া যায়। 4. বদন সহাস্তে কহিল, তোমার বাড়িতে কোন বের দেখা তো কোনদিন পাইনি মাসীমা । - शांनौ शनिग्न बनिष्णन, cभरग्रहम्नां ब कि य। फूमि थउि जूक्षिष्ठी, cठायाएक ঠকাবে তারা কি কৈারে ? '? §§