পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আলো ও ছায়া । কিন্তু তুমি ভাল হও জার মদ হও, বড়মানুষ হইলে তোমার বাড়িতে গোক আসিবেই, বিশেষ মেয়েমানুষ। কেহ বা বলে সুরমা, তোমার দাদার বিয়ে দাও না ? স্বরম, দাও না দিদি, একটি ভাল মেয়ে খুজে-পেতে । যে স্বরমার সখী সে হাসিয়া ফেলে—তাইত, ভাল মেয়ে মেলা শক্ত, তোমার রূপে যার চোখ ভরে আছে—তার— দুর, পোড়ারমুখি ! বলিতে বলিতে কিন্তু স্বরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গৰ্ব্বে রঞ্জিত হয়ে উঠে । •. সেদিন দুপুরবেলা ঝুপ ঝাপ করিয়া বৃষ্টি পড়িতেছিল, সুরমা ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিল, একটি মেয়ে পছন্দ করে এলাম । যজ্ঞদত্ত। আঃ, একটা দুর্ভাবনা গেল। কোথায় বল দেখি ? স্বরম। ও পাড়ার মিত্তিরদের বাড়ি । যজ্ঞদত্ত ৷ বামুন হয়ে কায়েতের ঘরে ? স্বরম। কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? তার মা ও-বাড়িতে রোধে থেতো, মেয়েটি শুনেচি ভাল ; দেখে এসে যদি মনে ধরে ত ঘরে আন । যজ্ঞদত্ত। আমি কি এমনি হতভাগা সে, রাজ্যের ভিখিরী ছাড়া আমার জয় জুটবে না। , স্বরম। ভিখিরী কুড়িয়ে আনা কি তোমার নূতন কাজ । যজ্ঞদত্ত । আবার | সুরমা । না, যাও, দেখে এস। মনে ধরে ত না ব’ল না । যজ্ঞদত্ত। মনে কিছুতেই ধরবে না । স্বরম। ধরবে গো ধরবে—একবার দেখেই এস না । ছায়াদেবী তখন আলোমশাইকে এমন সাজাইয়া দিল, এত গন্ধ মাখাইয়া মাজিয়া ঘপিয়া চুল খাচড়াই দিয়া এমনিভাবে আরসির সম্মুখে দাড় করাইয়া দিল যে, যজ্ঞদত্তের লজ্জা করিতে লাগিল । ছি, এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল। স্বরম । তা হোক, দেখে এস । গাড়ি করিয়া যজ্ঞদত্ত মেয়ে দেখিতে গেল। পথে একজন বন্ধুকেও তুলিয়া লইল । চল, মিত্তির বাড়িতে জলযোগ করে আসি । বন্ধু। তার মানে ? যজ্ঞদত্ত। সে-বাড়িতে একটা ভিখিরীর মেয়ে অাছে। তাকে বিয়ে করতে হবে। বন্ধু। বল কি, এমন প্রবৃত্তি কে দিলে ? - যজ্ঞদত্ত। তোমরা যার হিংসের ময়ে যাও তিনিই, সেই ছায়াদেবী। \#》霹