পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৩৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুপমার প্রেম স্বরেশ অল্প হাসিয়া বলিল, ই অনুপমা ! দূর তা—দূর সেটা ভারি কুৎসিত। কুচ্ছিত হবে কেন ? সে বেশ দেখতে । - তা হোক বেশ দেখতে ; এক জায়গায় শ্বশুর-বাড়ি, বাপের বাড়ি আমার ভাল লাগে না । কেন, তাতে আর দোষ কি ? দোষের কথায় কাজ নেই, তুমি এখন যাও মা, আমি একটু পড়ি ; কিছুই এখনো হয়নি । স্বরেশের জননী ফিরিয়া আসিয়া বলিলেন, স্বরে ত এক গায়ে কিছুতেই বিয়ে করতে চায় না । কেন ? তা ত জানিনে । অতুর জননী মজুমদার-গৃহিণীর হাত ধরিয়া কাতরভাবে বলিলেন, তা হবে না ভাই । এ বিয়ে তোমাকে দিতে হবে। ছেলের অমত, আমি কি করব বল ? না হলে আমি কিছুতেই ছাড়ব না। তবে আজ থাকৃ। কাল আর একবার বুঝিয়ে দেখব—যদি মত করতে পারি। আমুর জননী বাড়ি ফিরিয়া আসিয়া জগবন্ধুকে বলিলেন, ওদের স্থবেশের সঙ্গে যাতে অমুর আমার বিয়ে হয়, তা কর । কেন বল দেখি ? রায়গ্রামে ত একরকম সব ঠিক হয়েচে । সে সম্বন্ধ আবার ভেঙ্গে কি হবে ? কারণ আছে । কি কারণ ? কারণ কিছু নয় ; কিন্তু স্বরেশের মত অমন রূপে-গুণে ছেলে কি পাওয়া যাবে ? আর ও আমার একটিমাত্র মেয়ে, তার দূরে বিয়ে দেব না। স্বরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাব। আচ্ছা, চেষ্টা করব। চেষ্টা নয়-নিশ্চিত দিতে হবে । কর্তা নথ নাড়ার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন। তাই হবে গো । সন্ধ্যার পর কর্তী মজুমদার-বাট হইতে ফিরিয়া আসিয়া গৃহিণীকে বলিলেন, বিয়ে হবে না । ৩২৯ ግሿ÷ፀ: