>} >マ `ථ > 8 >(。 >S) ›ፃ L రి) ] ধাৰ্ম্মিকের জ্ঞান দ্বারা মুক্তি লাভ করে। ধাৰ্ম্মিকগণের, দেখ, মঙ্গল হইলে, নগরে আনন্দ রব করয়ে সকলে । কিন্তু তুন্টদের দেখ ধংস যদি হয়, জয়ধনি শব্দ করে লোক সমুদয় । সরল আচারিদের আশীষ বচন, তাহে হয় নগরের উন্নতি সাধন । কিন্তু দুষ্টাচারীদের মুখের বাক্যেতে, নগরের উৎপাটন হয় যে তাহাতে। স্ব বন্ধুকে তুচ্ছ করে নির্বোধ যে হয়, কিন্তু বুদ্ধিমান ব্যক্তি নীরবে সে রয়। গুপ্ত কথা ব্যক্ত করি বেড়ায় দুৰ্জ্জন, বিশ্বস্ত লোকেতে কথা করেন গোপন । মন্ত্রণ; অভাবে লোক ভ্ৰষ্ট হৈয়ে যায়, কিন্তু মন্ত্রি বহুল্যেতে লোকে রক্ষা পায়। অজ্ঞাত লোকের হয় প্রতিভূ যে জন, সেই ব্যক্তি কষ্ট পায় এ স্পষ্ট বচন । প্রতিভূর কৰ্ম্মে ঘৃণা যেই জন করে, নিরাপদে থাকে সেই বিপদে কি করে। মনোহর নারী, দেখ, লাভ করে মান, নিজ বলে ধন লাভ করে বলবান। দয়ালু করে প্রাণের মঙ্গল ঘটনা, নির্দয় নিজ দেহের ঘটায় যন্ত্রণ।
পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩৩
অবয়ব