পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q。 >○ No >レア ২০ ミ> ২২ Rご ২8 [ 68 বুদ্ধিমান মন জ্ঞান করে উপাৰ্জ্জন, জ্ঞানীর শ্রবণ গুণে জ্ঞানের কথন । উপহার মানুষের রাজপথ প্রায়, মহৎ লোকের পাশে তারে লয়ে যায় । বাদীজনে প্রথমেতে বিচার সময়, ধাৰ্ম্মিক বলিয়া সকলের বোধ হয় । পশ্চাতে আসিয়া কিন্তু প্রতিবাদী তীর, পরীক্ষা করয়ে সেই জন কি প্রকার। গুলিবাট দ্বারা হয় বিরোধ খণ্ডন, বলবানদের মধ্যে বিবাদ ভঞ্জন । অপকারে রুষ্ট জন সতত দুর্জয়, দুর্গের অর্গলসম বিসংবাদ হয়। মানব উদর মুখ-ফলে তৃপ্ত হয়, আপন ওষ্ঠের ফলে পরিপূর্ণ রয়। মরণ জীবন হয় অধীন জিহার, ভাল বাসে তায় যার ফল ভুঞ্জে তার। পরম সামগ্ৰী লভে ভাৰ্য্য যেই পায়, আর পায় সেই জন ঈশ্বর কৃপায়। দরিদ্র ব্যক্তিরা কয় বিনয় বচন, কঠিন উত্তর দেয় কিন্তু ধনীজন । । আলেক যাহার বন্ধু ক্ষতি তার হয়, তবু বন্ধু ভ্রাত চেয়ে সুহৃদ আছয় । so