পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

XX > ネ >○ >8 >(t Y &) No > ア ఏన R> [ ৫৬ ] ভাবিয়া মানব করে ক্রোধ সম্বরণ, দোষ ক্ষমা করা তার শোভার মতন । রাজ ক্রোধ হয় সিংহ গৰ্জ্জনের প্রায়, কৃপা তার তৃণস্থিত শিশিরের ন্যায়। ক্লেশদাত জনকের নিৰ্ব্বেধ সন্তান, নারী দ্বন্দ্ব নিত্য বিন্দু পাতের সমান। পিত হৈতে প্রাপ্ত হয় বাটী আর ধন, প্রভু হৈতে জ্ঞানবতী বনিত রতন । আলস্য করয়ে ঘোর নিদ্রায় মগন, ক্ষুধ ভোগ করে সদা অলস যে জন । আজ্ঞা পালে যেই জন প্রাণ রক্ষা করে, যে ছাড়ে আপন পথ সেই জন মরে । দরিদ্রদিগকে দয়। যেই জন করে, ঋণেতে আবদ্ধ করে সে জন ঈশ্বরে। পরিশোধ করিবারে অবশ্য এ দান, করিবেন পরমেশ উচিত বিধান। আশা যদি থাকে পুত্রে করই শাসন, নাহি বাঞ্ছে মন যেন তাহার মরণ। আতি রাগী লোক যারা তারা শাস্তি পায়, মুক্তি দিলে দোষ সেই করে পুনরায়। শেষ কালে জ্ঞানবান হওন কারণ, উপদেশ গুণ শিক্ষা করহ গ্রহণ। কপেন বিস্তর নর হৃদয়ে উদয়,