বিষয়বস্তুতে চলুন

পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ ০ S X > ネ >ご) [ ( ) প্রজ্ঞায় যদ্যপি তুমি কর্ণপাত কর, বুদ্ধিতে নিবিষ্ট যদি তোমার অন্তর। সুবিবেচনারে যদি কর আবাহন, যদি উচ্চৈঃস্বর কর বুদ্ধির কারণ। ৰূপা সম যদি তার কর অন্বেষণ, তত্ত্ব যদি কর গুপ্ত ধনের মতন, প্রভু বিষয়ক ভয় বুঝিতে পারিবা, আর ঐশ্বরীয় জ্ঞান মনেতে পাইবা । যেহেতু করেন ঈশ সবে প্রজ্ঞ দান, নির্গত র্তাহারি মুখে হয় বুদ্ধি জ্ঞান। ন্যায়াচার জন্য তিনি রাখেন কুশল, সরলের ঢাল সম তিনিই কেবল । বিচারের মার্গ তিনি করেন রক্ষণ, পবিত্র লোকের পথ করেন পালন । তা হৈলে জানিবে তুমি ধৰ্ম্ম সুবিচার, ন্যায় মঙ্গলের পথ সমস্ত কুমার। যদি প্রজ্ঞা তব হৃদে প্রবেশ করয়, প্রাণভূষ্টিকর যদি জ্ঞান তব হয়। পশ্চাদৰ্শিতা তোমা পালন করিবে, এবম সুবুদ্ধি দ্বারা সুরক্ষা হইবে। কুপথ হইতে সেই করিবে উদ্ধার, আর্থাৎ বিরুদ্ধ কথা বদনে যাহার, প্রকৃত পথেরে যেই করিয়া বৰ্জ্জন,