૨8 ર(c ર૭ ২৭ २>
- ふ
ΝΟΣ ৩২ J3 [ ৭৩ ] দুষ্টে ধৰ্ম্মপরায়ণ বলে যেই জন, লোকে তারে করে ঘৃণ শাপে প্রজাগণ । কিন্তু দোষ অনুযোগকারী যেই হয়, আশীৰ্ব্বাদ বৰ্ত্তে তার প্রীতিপাত্র হয়। যথার্থ উত্তরকারী হয় যেই জন, লোকে তার ওষ্ঠাধর করয়ে চুম্বন। বাহিরে তোমার কার্য্য প্রস্তুত করিবে, ক্ষেত্রে তাহ শেষ করি বাটী নিৰ্ম্মাইবে । প্রতিবাসী বিপক্ষেতে তুমি অকারণ, দিও না কখন সাক্ষী দিও না কখন । মোর প্রতি করিয়াছে যে ৰূপ আচার, তদ্রুপ করিব আমি সঙ্গেতে তাহর । যে কাজ যাহার, দিব ফল সে তেমন, কৈও ন কখন তুমি এৰূপ বচন । গিয়াছিনু এক দিন ক্ষেত্রে অলসের, দ্রাক্ষা ক্ষেত্র আছে আর যথা অজ্ঞানের । দেখ, পরিপূর্ণ তাহ বিছুটি কাটায়, প্রস্তর প্রাচীর তার ভগ্ন ছিল, হয়। নেহরি সে সব মনে করিনু চিন্তন, উপদেশ পাইলাম করিয়া দর্শন। নিদ্রা তন্দ্র। শয়নেতে ক্রমে কাল হরি, আনিলে তোমার হস্ত যড় সড় করি । দসু্য আসে যথ। আর সেনা সুসজ্জিত,