এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
D D > R >こ) S8 ( [ ৯০ ] আমার নিকট হৈতে যত মিথ্যাকথা । না করিও দীন মোরে কিম্বা ধনবান, উপযুক্ত খাদ্য মাত্র করিও প্রদান । ধনরসে পাছে আমি হৈয় তৃপ্তমন, না করি স্বীকার, বলি প্ৰভু কোন জন ? কিম্ব দীন হৈয়া করি পরস্ব হরণ, আমার ঈশ্বর নাম বৃথায় গ্রহণ। প্রভুর নিকটে দাসে কভু না নিদিবে, অপরাধী হবে তুমি সেই শাপ দিবে। সৰ্ব্বদাই শাপ দেয় বাপে আপনার, প্রার্থনা করে না কভু মঙ্গল মাতার, বিদ্যমান আছে এক বংশ এপ্রকার। } নিৰ্ম্মল ভাসয়ে জল ন৷ ধুয়ে আপন; ভ্রষ্টাচার বংশ এক আছয়ে এমন । অথি পাতা আ সুন্নিত দৃষ্টি উচ্চ অতি, বৰ্ত্তমান এক বংশ আছিয়ে এমতি । গ্রামিবারে দরিদ্রকে ধরার উপর, ভক্ষিবারে দীনহীনে মনুষ্য ভিতর, দন্ত যার খড়গ, কম দন্ত ছুরি মত, এমন একটি বংশ আছয়ে দুরন্ত। “দাও” “দাও" দুই কন্য। জোকের আছয়, আর তৃপ্ত কোন কালে নয় বস্তুত্ৰয়, যথেষ্ট হইল, হেন বরঞ্চ বচন,